• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ঢাকাসহ সারাদেশের মহাসড়কে বিজিবি মোতায়েন

ঢাকাসহ সারাদেশের মহাসড়কে বিজিবি মোতায়েন

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ০৯:০৩
  • ৬৪০

ছবি : সংগৃহীত।
বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সোমবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবির সদস্যরা টহলে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সারা দেশে মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি প্লাটুন কাজ করবে।’

এ বিষয়ে বিজিবি সদর দপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী বলেন, ‘ঢাকা মহানগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যানবাহন চলাচল স্বভাবিক রাখার লক্ষ্যে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131682 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 12:09:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group