• হোম > খেলা | ফুটবল | বিশেষ নিউজ > ৮ম ব্যালন ডি’অর মেসির ঘরেই

৮ম ব্যালন ডি’অর মেসির ঘরেই

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১২
  • ২৩৮৪

ছবি : সংগৃহীত।
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। আর সেই সৌভাগ্যবান নামটা হলো আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার জিতলেন তিনি।

২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

এদিকে, পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে তিনি করেছিলেন রেকর্ড ৫২ গোল।

কিন্তু ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। সেরা দশের বাকিরা হচ্ছেন- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

অপরদিকে, কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131684 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:01:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group