• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

যশোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪০
  • ১১৫২

ছবি : সংগৃহীত।
ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :
যশোরের একটি আদালত নারী মাদক ব্যবসায়ী রিজিয়া খাতুনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। তিনি শার্শার শীর্ষ মাদক ব্যবসায়িদের এক জন।

শার্শা থানার মামলার অভিযোগে জানা গেছে, গত ২০১৬ সালের ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানা পুলিশ মাদক ব্যবসায়ী রিজিয়া খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় রিজিয়া খাতুন, একরামুল গাজী, আফিল উদ্দিন ও খাতুন’কে আটক করে। আসামিদের মধ্যে রিজিয়া খাতুনের কাছ থেকে ৪শ’গ্রাম হেরোইন, ২শ’পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সাড়ে ১৪শ’ টাকা এবং ইকরামুল গাজীর কাছ থেকে ২শ’ পিছ ইয়াবা উদ্ধার করে।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২০ অক্টোবর ওই চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই বাবুল আক্তার।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রিজিয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ এর (১) টেবিলের ১ (খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৯ এর (খ) ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রায়ে রিজিয়া খাতুনের সাজা একই সাথে চলার আদেশ দেয়া হয়েছে। অপরদুইজন আফিল ও খাতুনকে খালাস প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত দুইজনই কারাগারে আটক রয়েছেন।

এ রায়ের ফলে যশোর জেলায় হেরোইন ব্যবসায়ী নারীর যাবজ্জীবন কারাদন্ডের এটিই প্রথম ঘটনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131692 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:21:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group