• হোম > জাতীয় | বিশেষ নিউজ > পদ্মা সেতুতে বাণিজ্যিক ট্রেনযাত্রা শুরু আজ, কমেছে ভাড়া

পদ্মা সেতুতে বাণিজ্যিক ট্রেনযাত্রা শুরু আজ, কমেছে ভাড়া

  • বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১০:১৭
  • ৪৮২

ছবি : সংগৃহীত।

পদ্মা সেতু রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। একই সঙ্গে জনসাধারণের কথা চিন্তা করে ভাড়াও কমানো হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা করবে। খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর ৫টায়।

এদিকে রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা হয়েছিল। বিষয়টিকে রেলওয়ে পন্টেজ চার্জের জন্য বাড়তি দূরত্ব বলা হয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ভাড়া প্রস্তাব কমিটি গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের পন্টেজ চার্জ সাময়িকভাবে বাদ দেয়। এ ছাড়া পদ্মা সেতুর ক্ষেত্রে পন্টেজ চার্জ ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। এর ফলে ভাড়া কমে গেছে।

রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান জানান, যাত্রীদের সুবিধার জন্য এই ভাড়া কমানো হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, খুলনা থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৫০০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৯৫৫ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ১৪৫ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৭২০ টাকা। প্রথম প্রস্তাবে এই পথে ভাড়া ধরা হয়েছিল মেইল ট্রেনের জন্য ২০৫ টাকা, কমিউটার ট্রেনের জন্য ২৫৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের জন্য ৬১৫ টাকা, এসি চেয়ারের জন্য এক হাজার ১৭৩ টাকা, এসি সিটের জন্য এক হাজার ৪০৯ টাকা এবং এসি বার্থের জন্য দুই হাজার ১১১ টাকা।

অন্যদিকে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৪৮০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৯২০ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ১০৪ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৬৫৬ টাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131712 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 07:31:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group