• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক আলু আমদানির ইনপোট পারমিট (আইপি) পেলেন

হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক আলু আমদানির ইনপোট পারমিট (আইপি) পেলেন

  • বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১৩:৫৬
  • ৫১২

---
হিলি প্রতিনিধি :
প্রথম বারের মত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি করতে ১২ আমদানিরকারক ইনপোট পারমিট (আইপি) পেয়েছেন। তারা ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন।

আজ বুধবার দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।
তিনি জানান,দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

সোমবার (৩০ অক্টোবর) বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারককে মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131724 ,   Print Date & Time: Thursday, 11 December 2025, 04:15:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group