• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় সড়কে গাছ-টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল

ভোলায় সড়কে গাছ-টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল

  • বুধবার, ১ নভেম্বর ২০২৩, ১৬:২৫
  • ৫৫৩

---
ভোলা প্রতিনিধি :
ভেলায় সড়কে গাছ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার (১ নভেম্বর) সকালে ভোলার খেয়াঘাট সড়কের চরনোয়ারবাদ ও চৌমুহনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কের ওপর বসে গাছ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া জেলা শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে বড় ধরনের কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলায় বিপুল সংখ্যাক র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে খবর পেয়ে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা ওই স্থানে গিয়ে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান। পরে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জ্বলন্ত টায়ার নিভিয়ে ও সড়ক থেকে গাছ এবং ইটে সরিয়ে সড়ক পরিষ্কার করে দেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তত রয়েছে। তবে কোথায় বড় ধরনের কোনো সহিংস ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131730 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 02:24:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group