• হোম > জাতীয় | ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাজধানীর উত্তরায় যাত্রিবাহী বাসে আগুন

রাজধানীর উত্তরায় যাত্রিবাহী বাসে আগুন

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ০৯:৪৬
  • ৪৪০

ছবি : সংগৃহীত।
বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে রাজধানীর উত্তরায় পূর্ব থানার পাশে যাত্রীবাহী বাসে আগুন দেয় অবোরধকারীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উত্তরার আজমপুরে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় অবোরধকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে বাসের আগুন নেভায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে গত দুই দিনের তুলনায় আজ রাস্তায় যান চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে। এখনও কোথাও কোনো সংঘর্ষ বা মিছিল-স্লোগানের তথ্য পাওয়া যায়নি। সাধার‌ণ দিনের চেয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহলও বেশি ছিল সড়কে।

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে টাবিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। একইসঙ্গে সমমনা দলগুলোরও ডাকা অবরোধের শেষ হচ্ছে আজ।

গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর দলগুলোর ঘোষিত তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশাপাশি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131742 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:21:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group