• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ১০

নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ১০

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ০৯:৫৬
  • ৫৬২

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় ৩ পুলিশ সদস্যের ওপর হামলা হয়। এসময় হামলাকারীরা তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অভযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নারায়নগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় ১০ জনকে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

আহত তিন পুলিশ সদস্য হলেন—পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131744 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:57:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group