• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > চালু হচ্ছে মেট্রোরেলের আরও তিন স্টেশন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

চালু হচ্ছে মেট্রোরেলের আরও তিন স্টেশন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ১১:১৩
  • ৪১৭

ছবি : সংগৃহীত।
মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের চালু হতে যাওয়া ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল এই তিনটি স্টেশন যাত্রীসেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন স্টেশনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রং করা ও ধোয়ামোছার কাজ চলছে। এ ছাড়া মতিঝিল স্টেশনের ভেতরে উদ্বোধনের প্রস্তুতি কাজ চলছে।

আগামী ৪ নভেম্বর এসব স্টেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওইদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চালু হতে যাওয়া তিনটি স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধনের দিন আগারগাঁও স্টেশনে প্রধানমন্ত্রী একটি মেট্রোট্রেন উদ্বোধন করবেন, আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দার্ন রুটের কাজ উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি-৫-এর ফলক উন্মোচন করবেন।

৫ নভেম্বর থেকে মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ যাত্রী চলাচলের জন্য সম্পূর্ণ চালু হলেও চলাচলের সময় সীমিত রাখা হয়েছে। প্রথম দিকে এই অংশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর উভয় দিকে চার ঘণ্টা চলাচল করবে। বেলা সাড়ে ১১টার পর আর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল যাবে না। তখন শুধু উত্তরা উত্তর-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131748 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 12:24:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group