• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ১১:২৪
  • ১৭৩৬

ছবি : সংগৃহীত।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

বৃহস্পতিবার দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

রিপোর্ট লেখা পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া শক্তিশালী এই কম্পনের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ জানালেও ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) দাবি করেছে, এর মাত্রা ৬.৩।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) গভীরে।

সংবাদসংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবারের এই ভূমিকম্পে পূর্ব নুসা টেংগারা প্রদেশের বেশ কয়েকটি শহরে তীব্রভাবে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131750 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 08:06:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group