• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ১৮:০১
  • ২২০৪

---

হিলি প্রতিনিধি :
দেশে প্রথমবারের মত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে আলু বোঝায় সাতটি ট্রাক বাংলাদেশের প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।
মেসার্স নিশাত ট্রেডার্স নামের একটি আমদানির কারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানির করছেন। চার গাড়িতে ১১০ মেট্রিকটন আলু আমদানির হয়েছে। খাঁন ইন্টারন্যাল আমদানিকারক প্রতিষ্ঠান তিন গাড়িতে ৭০ মেট্রিকটন আলু আমদানির করছেন।

প্রতি মেট্রিক টন আলু আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়েছে। এছাড়াও আমদানির কৃত আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান,হিলি স্থলবন্দর দিয়ে ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাল এর ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান,ভারত থেকে প্রথমবারের মত এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সকল খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা সম্ভব হবে।

এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131765 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 09:54:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group