• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > আবারও অবরোধ ঘোষণা দিলো বিএনপি

আবারও অবরোধ ঘোষণা দিলো বিএনপি

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ১৮:০৭
  • ৬১৪

ছবি : সংগৃহীত।
আগামী ৫ ও ৬ নভেম্বর (রোববার, সোমবার) সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

আরও পড়ুন : তালাবদ্ধ বিএনপির কার্যালয়ে সংলাপের চিঠি রেখে গেলো ইসির অফিস সহকারী

এদিকে বিএনপির সঙ্গে মিল রেখে আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দলটির বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন।

তিনি জানান, আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা। এছাড়া আগামী ৫ ও ৬ নভেম্বর (রবিবার, সোমবার) টানা (৪৮ ঘণ্টা) সারাদেশে সর্বাত্মক অবরোধ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131767 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:00:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group