• হোম > বিনোদন | বিশেষ নিউজ > হুমায়রা হিমু‌র নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

হুমায়রা হিমু‌র নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩, ১৮:৪৮
  • ১৫৫৩

ছবি : সংগৃহীত।

অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার তাকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তার মত্যু হয়েছে, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই তার বন্ধু মিহির নিখোঁজ।

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন হুমায়রা হিমু। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নাট্য জগতে প্রবেশ করেন। তাকে অসংখ্য টিভি নাটকে দেখা গেছে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131771 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:48:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group