• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • শনিবার, ৪ নভেম্বর ২০২৩, ১৮:০৪
  • ৪৭৪

---
ফরিদপুর জেলা প্রতিনিধি:

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, চরভদ্রাসন একটি ছোট্ট উপজেলা। নদী ভাঙনকবলিত এ উপজেলায় ৩০৯ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ সম্পন্ন করেছি। এ এলাকার মানুষ শান্তিপ্রিয়। চরভদ্রাসন সরকারি কলেজে পড়ালেখা করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে।

তিনি বলেন, স্কুল-কলেজে পড়াকালীন অনেক স্মৃতিই মনে থেকে যায়, যা জীবনে কখনো ভোলা যায় না। এ কলেজের একটি ৬তলা ভবনের জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার, কলেজের অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131809 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 03:15:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group