• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > মৌডুবিতে রামদা হাতে যুবলীগ নেতার মিছিল, ভাইরাল ভিডিও

মৌডুবিতে রামদা হাতে যুবলীগ নেতার মিছিল, ভাইরাল ভিডিও

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১০:২০
  • ৪৯৩

---

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচিতে রামদা হাতে মিছিল করেছেন যুবলীগের এক নেতা। সেই মিছিলে থাকা ছাত্রলীগের সাবেক এক নেতা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করেন। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের।

জানা গেছে, রামদা হাতে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে তার মিছিল করার ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী আরিফ রহমান। বিএনপি-জামায়াতের উদ্দেশে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে ছাত্রলীগের সাবেক ওই নেতা লিখেন- ‘ছোট একটি সতর্কবার্তা।’

ভিডিওটিতে দেখা যায়, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মৌডুবি বাজারে একটি মিছিল করা হয়। মিছিলটির সামনেই নেতৃত্ব দিচ্ছিলেন যুবলীগ নেতা কাওসার ফরাজী ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফ রহমান। এ সময় রামদা উঁচিয়ে মিছিল করতে দেখা যায় যুবলীগ নেতা কাওসারকে।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে কাওসার ফরাজী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কী করমু আমরা? আমরা দলের জন্য করছি।’

এদিকে হাতে রামদা নিয়ে যুবলীগ নেতার মিছিল করার বিষয়টিকে অতিউৎসাহী কর্মকাণ্ড বলছেন আওয়ামী লীগের কেউ কেউ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ২৯ অক্টোবর উপজেলার মৌডুবি বাজারে মিছিলটি বের করা হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131887 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:13:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group