• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে

চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১১:৫১
  • ৬২৭

---

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর গ্রামে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। এতে উপজেলার পদ্মা রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে। শনিবার বিকেলে পদ্মা নদীর ওই গ্রামে পয়েন্টে বাঁধে ধস দেখা দেয়।

রোববার সকালে ওই এলাকায় বাঁধ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা ও ইউপি চেয়ারম্যান আজাদ খান।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, শাহীনুজ্জামান নামের এক বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে ভারী পাইপলাইনের মাধ্যমে বলগেইটের বালু লোড-আনলোড করে আসছিল। এতে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের তলদেশের মাটি সরে গিয়ে প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ধস দেখা দিয়েছে।

তিনি বলেন, পদ্মার তীর রক্ষা বাঁধের ওপর দিয়ে ওই বালু ব্যবসায়ীর ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
পদ্মা নদীর পানি কমে সম্পূর্ণ তীর জাগার পর বিধ্বস্ত বাঁধ মেরামত করা সম্ভব হবে বলে জানান আলতাফ হোসেন।

ইউএনও মেহেদী মোর্শেদ বলেন, পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে বলগেইটে বালু আনলোড দ্রুত বন্ধ করা এবং শিগগিরই ধসে যাওয়া বাঁধ মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131895 ,   Print Date & Time: Monday, 4 August 2025, 12:37:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group