• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > অবরোধের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

অবরোধের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১২:৩৪
  • ৪১০

---

হিলি প্রতিনিধি :
সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র ডাকে ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে।

সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে ভারত থেকে কাঁচা পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে হিলি পানামা পোর্টে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারত থেকে কাঁচা পণ্যসহ বিভিন্ন প্রকার পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। এদিকে হিলি পানামা পোর্টে ভারত পণ্য বোঝাই ট্রাকগুলো প্রবেশ করছে। পণ্যের লোড-আনলোডের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে পানামা পোর্টে। অবরোধের কারনে পণ্য বোঝাই কোন লোড ট্রাক বন্দর ছেড়ে যায়নি। সকল প্রকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর,আন্তঃ জেলা ও বগুড়া গামী দুরপাল্লার ও লোকাল বাস, মিনিবাস এবং ট্রাকসহ কোন যানবাহন চলাচল না করলেও সিএনজি, ব্যাটারীচালিত আটোরিকসাসহ বিভিন্ন পরিবহন চলছে। এদিকে আইনশৃংখলা রক্ষায় চারমাথা, বাসষ্ট্যান্ড, পোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131901 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:21:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group