• হোম > বিনোদন | বিশেষ নিউজ > রাশমিকার ৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

রাশমিকার ৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১৪:৩০
  • ২৭৩২

ছবি : সংগৃহীত।

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আর অভিনেতা বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে সবাইকে চমকে দিয়ে নিজের গোপন বিয়ের কথা জানালেন অভিনেত্রী। কিন্তু পাত্র বিজয় নন, অন্য কেউ!

তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার একটি ভিডিওকে কেন্দ্র করে চলছে নেটমাধ্যমে চর্চা। কিন্তু ভিডিওটি যে নকল তা আর বুঝতে বাকি নেই। আবেদনময়ী রূপে রাশমিকার এ ভাইরাল ভিডিও নিয়ে এরই মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। বলিউডের অনেক অভিনয়শিল্পীও বেশ সমালোচনা করেছেন।

ভিডিওতে আরও দেখা গেছে, কালো পোশাকে একটি লিফট থেকে বের হচ্ছেন রাশমিকা। সেখানে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে।

জানা গেছে, ভিডিওটি আসলে নায়িকা রাশমিকার নয়, প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।

এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আর এই প্রযুক্তির নাম হলো ‘ডিপফেক’।

প্রসঙ্গত, ‘পুষ্পা’ ছবির পর থেকেই ভারতীয় বিনোদুনিয়া শোরগোল ফেলে দিয়েছেন রাশমিকা মান্দানা। এরপর বলিউডের বিগ বাজেট বহু প্রতীক্ষিত ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রস্তাবও আসে তার কাছে। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন তিনি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ছবির একটি গান। এতে রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্য ঝড় তুলেছে অনলাইন দুনিয়ায়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131903 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 01:57:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group