• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ফের ৪৮ ঘণ্টার অবরোধ

ফের ৪৮ ঘণ্টার অবরোধ

  • সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ১৬:৫১
  • ৭৯৫

ছবি : সংগৃহীত।

বিএনপি ও তাদের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে।

সোমবার (৬ নভেম্বর) বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দেবেন। আর বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে তিন কর্মসূচির ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ৮ ও ৯ নভেম্বর আমরা সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করব।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এরই মধ্যে অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে।

দলটির সভাপতি অলি আহমদ আগামী ৮ ও ৯ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131912 ,   Print Date & Time: Friday, 26 December 2025, 08:12:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group