• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ১০:৪৬
  • ৪৪০

---

মোঃ তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সকালে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নারী উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামানিক মেয়ে।

নিহতের ভাতিজা গোপালপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে তাঁর ফুফু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131925 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:56:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group