• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > গাজীপুরের কোনাবাড়ীতে দুটি বাসে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে দুটি বাসে আগুন

  • মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ১৬:০৭
  • ৪৮২

ছবি : সংগৃহীত।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আশপাশের কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করছেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা দুইটি বাসে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে রাখে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।

পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ী-কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান গণমাধ্যমকে জানান, কোনাবাড়ীতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে এবং দুটি বাসে আগুন দিয়েছে।

এদিকে, কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131945 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 11:23:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group