• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > টিকটকে অস্ত্রহাতে ভিডিও করে প্রচার, আটক ২

টিকটকে অস্ত্রহাতে ভিডিও করে প্রচার, আটক ২

  • বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ১০:৩৮
  • ১৯২৮

ছবি : সংগৃহীত।

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে দেশি অস্ত্রহাতে ভিডিও করে তা টিকটকে প্রচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তাদের তালাইমারী এলাকা থেকে আটক করে। আটকরা হলেন, রাজশাহী নগরীর তালাইমারী বাদুরতলা এলাকার পিন্টুর ছেলে পিচ্চি আসাদ (২১) ও কেদুরমোড় এলাকার মামুনের ছেলে সালাউদ্দিন সোহাগ (১৯)।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, দেশি অস্ত্র হাতে ভিডিও ধারণ করে দুই আসামি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সেই ভিডিও আপলোড করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এর পরই তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক দুজন কিশোর গ্যাংয়ের সদস্য। আটকদের বিরুদ্ধে নিজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131970 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 10:38:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group