• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > এবার ভারত থেকে এলো নতুন আলু হিলিতে খচুরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

এবার ভারত থেকে এলো নতুন আলু হিলিতে খচুরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

  • বুধবার, ৮ নভেম্বর ২০২৩, ১৪:২৩
  • ৩৮৩

---

হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। হিলিতে খুচরা বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু। এসব নতুন আলু আমদানিকারকরা পাইকারি বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

বুধবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে,বাজারে উঠেছে ভারত থেকে পুরাতনের পাশাপাশি এবরার আমদানি হয়েছে নতুন আলু। বন্দরে পাইকারি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে। আবার ভারতীয় পুরাতন আলু বাজারে পাইকারি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। খুচরা বিক্রি করছেন ব্যবসায়ীরা ৩৫ টাকা কেজি দরে।

আলু কিনতে আসা সাজু জানান, আজ বাজারে এসে দেখলাম সব ধরনের আলুর দাম কমে গেছে। কিছুদিন আগেও বেপরোয়া আলুর দাম ছিলো, এখন নাগালের মধ্যে চলে আসছে। বাজারে ভারতের নতুন আলু উঠেছে,দামটা একটু বেশি ৮০ টাকা কেজি। আমি হাপকেজি ৪০ টাকা নিলাম।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী শাহিন বলেন, বাজারে ভারতীয় পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু আমদানি হয়েছে। আমরা ৬০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৮০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেছি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, গতকাল আমার এক গাড়িতে ১২ মেট্রিকটন ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে। এসব আলু ৬০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/131985 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 10:26:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group