• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আজ

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ০৯:৪২
  • ৩৯১

ছবি : সংগৃহীত।

আজ (৯ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সূত্র জানান, গত ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, পরে তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করা হয়।

গতকাল বুধবার দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার দৃষ্টিতে, আমি মনে করি, সম্পূর্ণরূপে তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি।’

ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয় কমিশনই ভালো বলতে পারবেন।’ ভোটের পরিবেশ নিয়ে ইসি সচিবলায়ের ভাবনা কী, এই প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘তফসিল ঘোষণা করার মতো অবস্থা রয়েছে।’

জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।

সংবিধান অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132017 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 10:40:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group