• হোম > খেলা > শামিকে বিয়ের প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

শামিকে বিয়ের প্রস্তাব বাঙালি অভিনেত্রীর

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১১:৫৩
  • ৪৬৭

মোহাম্মদ শামি ও পায়েল ঘোষ।

বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেছেন। তাতেই আগুন ঝরাচ্ছেন মোহাম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গিয়েছেন। বিশ্বকাপে তাঁর বোলিং ভারতের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।” তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনও উত্তর দেননি। বস্তুত, সমাজমাধ্যমে শামি খুব একটা সক্রিয় নন। দল জিতলে মাঝেসাঝে পোস্ট করেন। আবার কোনও উৎসবের সময়েও তা উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।

পায়েলের টুইট ভাইরাল হতেই মানুষ তাঁর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দেন। জানা গিয়েছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যাঁর ছবি প্রায়াণামে অভিনয় করেন পায়েল। পরে বর্ষাধারে, উসারাভেল্লি, মিস্টার রাস্কেল, প্যাটেল কি পঞ্জাবি শাদি ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

#Shami Tum apna English sudharlo, I’m ready to marry you ????????

— Payal Ghoshॐ (@iampayalghosh) November 2, 2023

এ দিকে, শামি বিয়ে করেছেন হাসিন জাহানকে। যদিও এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের। সূত্র : আনন্দবাজার পত্রিকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132021 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:08:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group