• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১২:২৫
  • ৪৬১

ছবি : সংগৃহীত।

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যে গত ২৭ ঘণ্টায় দুর্বৃত্তরা ১৩ যানবাহনে আগুন দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এসব ঘটনার মধ্যে রাজধানীর পৃথক পাঁচটি স্থানে আগুন দেওয়ার ঘটনা আছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমণ্ডি এলাকা ছাড়াও গাজীপুর জেলায় তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকার বাইরে খাগড়াছড়ি, নোয়াখালী, বগুড়ার শিবগঞ্জ, বরিশালের গৌরনদী ও বরগুনায় একটি করে যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে সাতটি বাস, চারটি কাভার্ড ভ্যান ও দুইটি ট্রাক আছে। রাজধানীতে অগ্নিসংযোগের শিকার সবগুলো যানবাহনই বাস ও মিনিবাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132026 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 12:19:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group