• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার ৪

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১৩:০২
  • ৪৪৭

---

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে চোরাই মালামাল সহ গ্রেফতার চারজন। লোহাগাড়া থানার কচুবাড়িয়া গ্রামের মোঃ ওলিয়ার রহমান (৪০) তার বাড়ি থেকে ২০০ গজ দক্ষিণ পূর্ব কোণের কচুবাড়িয়া বিলে তার নিজের ধানি জমিতে সেচ দেওয়া শেষে রাত ১০:৪৫ সেচ যন্ত্রটি ব্যারেল দিয়ে তালাবদ্ধ করে রেখে বাড়িতে চলে আসে। পরে (৮/১১/) রাত ১২ ৩০ মিনিটের সময় তার সেচ মটরটি দেখার জন্য জমিতে গেলে দেখতে পায় সেচ যন্ত্রটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।তিনি পরবর্তীতে বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবগত করেন। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে রাতেই মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় একটি চুরির মামলা রুজু হয়। বুধবার (৮/১১/) ভোররাতে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে সম্পৃক্ত চার জন চোরকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি আরএফএল টিউবয়েলসহ অটো পাম্প, ১টি গাজী ওয়াটার পাম্প, ১টি লোহার তৈরি মোটা এ্যাঙ্গেল, ২টি সেলাই রেঞ্জ, ২টি লোহার রড, ১টি তালা ভাঙ্গা কাটার এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার সিংগা গ্রামের রুহুল আমিন খাঁর ছেলে চঞ্চল খাঁ(২৭), মোচড়া গ্রামের মৃতঃ গোলাম সরোয়ারের ছেলে আবু তাহের(২৯), গাগা গ্রামের মৃত ওমর তালুকদারেরর ছেলে পারবেল তালুকদার (৩৯) এবং গাগা গ্রামের মৃত আকু শেখের ছেলে আজিজুর শেখ (২৮)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত চোর চঞ্চল খাঁ (২৭) এর নামে লোহাগড়া থানায় একাধিক চুরির মামলা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132031 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:03:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group