• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > ফের ৪৮ ঘণ্টার অবরোধ

ফের ৪৮ ঘণ্টার অবরোধ

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১৭:৩২
  • ৫৩৯

ছবি : সংগৃহীত।
চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর (রবিবার ও সোমবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

এটি চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ছয়টায় শেষ হবে।

এর আগে, অবরোধ না দিয়ে ৪৮ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত বদল করা হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সম্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132045 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:25:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group