• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

  • শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৯:১৮
  • ৩৯৪

ছবি : সংগৃহীত।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিলকিস বেগম (৬০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৫ জনে।

মৃত নারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা।ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৭৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৬০ জন।

তিনি আরো জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ২১ হাজার ৭৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে।তবে আমাদের সতর্ক থাকতে হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132066 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:44:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group