• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি গ্রেফতার

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি গ্রেফতার

  • শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ০৯:২৬
  • ৩৬৮

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (১০নভেম্বর ) বেনাপোল পোর্ট থানার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা হলেন ১। মোঃ গোলাম মোর্তজা, (৩৫) ২। মোঃ রফিকুল ইসলাম, (৩৭) উভয় পিতা-মৃত বজলার রহমান, সাং-ভবেরবেড়, ৩। মোছাঃ খালেশা খাতুন, স্বামী-জনাব মুনছুর আলি, সাং-
শিবনাথপুর, ডাকঘর-বালুন্ডা, সর্ব থানা বেনাপোল পোর্ট জেলা-যশোর৷

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত তিন আসামি বাড়িতে গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132070 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 01:33:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group