• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > চলতি বিশ্বকাপে প্রথম বার ৩০০ করল বাংলাদেশ

চলতি বিশ্বকাপে প্রথম বার ৩০০ করল বাংলাদেশ

  • শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ১৪:৫৫
  • ৩৬৭

---

এবারের বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও পরের ৬ ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ৮ ম্যাচে একবারও তিনশর ঘর ছুঁতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ রানের (২৮২) ইনিংসটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অবশেষে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশ পেরুতে সক্ষম হলো লাল সবুজের প্রতিনিধিরা। অজিদের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি বাংলাদেশ। মেডেন ওভার আদায় করে নেন জস হ্যাজেলউড। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও লিটন কুমার তুলেন ১০ রান। পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহটা দাঁড়ায় ৬২।

পাওয়ার প্লে শেষে আগ্রসী ব্যাটিং শুরু করেন তামিম। মার্শের ওভারে টানা ২টি চার মারেন তিনি। ওই ওভারে আসে ১৩ রান। ৩৩ বলে তামিম তুলে নেন ৩৬ রান। পরের ওভারেই শন অ্যাবোটের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ নিজেই ধরেন অ্যাবোট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132086 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:27:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group