• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙ্গাবালীতে জাটকা জব্দ ও এতিমখানায় বিতরণ

রাঙ্গাবালীতে জাটকা জব্দ ও এতিমখানায় বিতরণ

  • শনিবার, ১১ নভেম্বর ২০২৩, ১৭:১৪
  • ৩৪৮

---

মোঃ ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী, পটুয়াখালী :

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ (৪০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা রক্ষায় চলা অভিযানের অংশ হিসেবে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় মৌডুবির নিজকাটা থেকে চালিতাবুনিয়া হয়ে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একতলা লঞ্চ ও একটি ট্রলার তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এতিমখানার প্রতিনিধি ও দুস্থ-অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132096 ,   Print Date & Time: Thursday, 3 July 2025, 09:20:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group