• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > সাভারে টায়ার জ্বালিয়ে ও কাঠ ফেলে সড়ক অবরোধ, ছাত্রদল নেতা গ্রেফতার

সাভারে টায়ার জ্বালিয়ে ও কাঠ ফেলে সড়ক অবরোধ, ছাত্রদল নেতা গ্রেফতার

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১২:২৪
  • ৪০০

---

সাভার প্রতিনিধি :
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও কাঠ ফেলে সড়ক অবরোধ করেছে পৌর যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করেছে।

রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডের কাছে জালেশ্বর ও শিমুলতলা সড়কে তারা এ অবরোধ করে।

এসময় তারা অবরোধের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও গাছ ফেলে সড়ক অবরোধ করে।
পৌর ছাত্রদলের সহ-সভাপতি আলামিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132128 ,   Print Date & Time: Sunday, 21 December 2025, 05:39:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group