• হোম > বিশেষ নিউজ | ব্যবসা বাণিজ্য > পোশাক কারখানা চালাতে পর্যাপ্ত নিরাপত্তা চায় বিজিএমইএ

পোশাক কারখানা চালাতে পর্যাপ্ত নিরাপত্তা চায় বিজিএমইএ

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১৫:০২
  • ১৩৮২

ছবি : সংগৃহীত।

তৈরি পোশাক শিল্প কারখানা চালানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সেইসঙ্গে এই শিল্প ঘিরে যারা চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে।

আজ রবিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

গত ৭ নভেম্বর মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে সরকার। এই মজুরি প্রত্যাখ্যান করে ২৩ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করছেন শ্রমিকদের একটি অংশ। এই প্রেক্ষাপটে মালিকরা কারখানা বন্ধ করে দিচ্ছেন।
চলমান বিক্ষোভে শুধু গাজীপুরেই ১২৩ কারখানা ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শনিবার পর্যন্ত আশুলিয়া, গাজীপুর ও উত্তরায় ১৩৭ পোশাক কারখানায় ‘বন্ধের’ নোটিশ দেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132136 ,   Print Date & Time: Monday, 29 December 2025, 08:06:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group