• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বিশ্বকাপের কত কোটি টাকা পেল বাংলাদেশ?

বিশ্বকাপের কত কোটি টাকা পেল বাংলাদেশ?

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১৫:৫৫
  • ৫৯৬

ছবি : সংগৃহীত।

এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে গেলেও ধারাবাহিক ব্যর্থতায় টেবিলের আট নম্বরে থেকে বিদায় নিয়েছে টাইগাররা। হতাশার পারফরম্যান্সের পরও বড় অঙ্কের অর্থ আয় করেছে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রাইজমানি থেকে এবার দেড় কোটিরও বেশি টাকা পাচ্ছে সাকিব আল হাসানের দল।

এই বিশ্বকাপ আসরের জন্য মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দ রেখেছে আইসিসি। সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। তাছাড়া রাউন্ড রবিন লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল ৪০ হাজার ডলার করে পেয়েছে।
বাংলাদেশ এবারের আসরে ৯টির মধ্যে দুটি ম্যাচ জিতেছে। তাছাড়া প্রথম রাউন্ডে খেলার জন্য বরাদ্দ মিলিয়ে তাদের প্রাপ্ত অর্থ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার বা ১ কোটি ৫৪ লাখ টাকা। এটি চলতি আসরে কোনো দলের সর্বনিম্ন প্রাপ্ত অর্থ।

সেমিফাইনাল এবং ফাইনালের প্রাইজমানির হিসাবে নজর রাখলে দেখা যায়– বিশ্বকাপজয়ী দল ৪০ লাখ ডলার (প্রায় ৪৪ কোটি টাকা) পুরস্কার পাবে এবং রানার্সআপ দলের পকেটে ঢুকবে ২০ লাখ ডলার (প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দু’দলই সমান অঙ্কের টাকা পাবে। দুই দলকে দেওয়া হবে আট লাখ ডলার (প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা) করে।

ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া চারটি করে জয় নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান এবং তিন জয় নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132140 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 05:26:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group