• হোম > জাতীয় | বিশেষ নিউজ > পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১৬:৪৫
  • ৪৪২

ছবি : সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চলমান পোশাক খাতের অস্থিরতায় বিএনপির ইন্ধন আছে। বিএনপির কর্মীরাই গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে।

রবিবার সচিবালয়য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে গার্মেন্টস খাতে অস্থিরতার চেষ্টা করছে বিএনপি।

এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল বিএনপির অংশগ্রহণ নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। তিনি বলেন, বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে যে জিততে পারবে না, সেটা জেনেই সহিংসতায় নেমেছে তারা।
মন্ত্রী বলেন, সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। তাদের (বিএনপি) নির্বাচনে আসতেই হবে।

এছাড়া দেশে চলমান অবরোধে বাসে আগুন দেয়ার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে তাদের ধরে ধরে আইনের আওতায় আনা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132142 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 10:06:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group