• হোম > বিনোদন | বিশেষ নিউজ > এবার প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

এবার প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

  • রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১৮:৪১
  • ১১১৪

ছবি : সংগৃহীত।

সম্প্রতি বেশ আলোচনায় আছেন চিত্রনায়ক জায়েদ খান। মার্কিন মুলুক থেকে ফিরে মঞ্চেই ব্যস্ত। পারফর্ম করছেন নানা গানে। এই তারকা এবার নিজেকে মেলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠান মঞ্চে নাচবেন জায়েদ।

বিষয়টি নিশ্চিত করেছেন এ চিত্রনায়ক নিজেই। বললেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

ওরা ১১ জন’খ্যাত অভিনেতা-মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান: পরীউনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান: পরী
খসরুর অভিনয় করা কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটিতে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। তার সঙ্গে থাকবেন চিত্রনায়িকা আঁচল।

আগামী ১৪ নভেম্বর এক আয়োজনের মাধ্যমে ২০২২ সালের বিজয়ীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132152 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:07:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group