• হোম > বরিশাল | বাংলাদেশ > ভোলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ০৯:২২
  • ৪৯৭

---

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :

ভোলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা এবং কার্যকর ও সফলতার সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সম্পন্ন করায় ভোলাবাসী ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীদিনের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
একইসাথে ১৯৭০ সালের আজকের এই দিনে ভয়াল ভোলা ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132160 ,   Print Date & Time: Friday, 5 December 2025, 11:24:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group