• হোম > বিশেষ নিউজ > জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১৩:৫৯
  • ৩১৮

ছবি : সংগৃহীত।

২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132175 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 07:12:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group