• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > হাকিমপুরে কৃষকদের নিয়ে ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

হাকিমপুরে কৃষকদের নিয়ে ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১৯:৩১
  • ৩৭৯

---

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

২০২৩-২০২৪ অর্থবছরের “দিনাজপুর অঞ্চলে” টেকসই কৃষি উন্নয়ন প্রকপ্লের আওতায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কৃষকদের নিয়ে ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলিহাট ইউনিয়নের আগত রিকাবী গ্রামে ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক আবুল ফজল মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার (মাঠ কর্মী) রাজিব আহম্মেদ, মুনসুর আলী, হাসনা বানু, স্থানীয় কৃষক রবিউল ইসলাম,আল আমিনসহ অনেকে। কর্মশালায় ওই ব্লকের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।

কর্মশালায় স্থানীয় কৃষকদের স্বল্প ব্যয়ে উন্নত জাতের বিভিন্ন শাক-সবজি, মাসকালাই, ক্রেস, লাউ চাষের জন্য কৃষকদের কর্মশালার মাধ্যমে পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132196 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:51:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group