• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না: ডিএমপি কমিশনার

বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না: ডিএমপি কমিশনার

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩৯
  • ৩৯৯

অবরোধের সময় অগ্নি দুর্ঘটনায় আহতদের পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অবরোধকারীদের আগুনে দগ্ধদের দেখতে সকালে সেখানে যান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। বিএনপির নেতারাই তালা দিয়েছে।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের সাথে যারাই জড়িত তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।

অবরোধের সময় অগ্নি দুর্ঘটনায় আহতদের পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকেই বন্ধ রয়েছে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ওইদিনের পর থেকে বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132211 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 05:36:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group