• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলের চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

নড়াইলের চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৪৯
  • ৪৩৭

---

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। যার নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ৩ হাজার ৪৩৭ দাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থায়ী-অস্থায়ী দোকান, রাইসমিল এবং এনজিও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ অভিযানে ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙা পড়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ ছাড়াও আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132228 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 03:18:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group