• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > আজ জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি: ইসি সচিব

আজ জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি: ইসি সচিব

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১০:২৯
  • ৪৪৯

ছবি : সংগৃহীত।

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আজ সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি জানান, বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।
এর আগে নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132241 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:55:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group