• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > সাত বারের মধ্যে চার বারই হার! রোহিতদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ চারেই শেষ না তো?

সাত বারের মধ্যে চার বারই হার! রোহিতদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ চারেই শেষ না তো?

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১০:৪৮
  • ৪৩৭

ছবি : সংগৃহীত।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ন’টি ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ন’টিই জিতে উঠেছে সেমিফাইনালে। নিউ জিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে তারা। প্রশ্ন উঠছে, যতটা হেলায় ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, ততটা সহজে কি ফাইনালেও পৌঁছতে পারবে? এর আগে যতগুলি বিশ্বকাপ খেলেছে ভারত, সেই পরিসংখ্যান কী বলছে? নাকি তীরে এসে ডুবতে পারে তরী?

পরিসংখ্যান বলছে এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের রেকর্ড ভাল নয়। মোট সাত বার তারা উঠেছে শেষ চারে। কিন্তু সেই ধাপ পেরিয়ে ফাইনালে উঠেছে মাত্র তিন বার। অর্থাৎ সাফল্যের হার অর্ধেকেরও কম।

তিন বার ফাইনালে উঠে দু’বার ট্রফি জিতেছে তারা। অর্থাৎ ফাইনালে যদি উঠতে পারে, তা হলে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132245 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:55:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group