• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সংসদ নির্বাচনের তফসিল ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সংসদ নির্বাচনের তফসিল ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১৬:১০
  • ৪৩৭

ছবি : সংগৃহীত।

সংসদ নির্বাচনের তফসিল ঘিরে বিরোধীদলগুলো আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, তফসিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য ইসিতে এসেছি। নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার আমরা সব করব।

তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে এক ব্রিফিংয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132254 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 03:19:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group