• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত: মাহিয়া মাহি

সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত: মাহিয়া মাহি

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৯
  • ৪৯৪

---

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার বলেছেন, বিশ্ববাসী দেখেও কেনো দেখছে না এটা জানি না, কিন্তু আমার মনে হয় এই সরকার এখন সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন তিনি।

মাহি আরও বলেন, এখন নভেম্বর মাস, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাস। কিন্তু বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এটা বিশ্ববাসী দেখছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রী সমাবেশে প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ারা খাতুন, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132256 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 05:08:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group