• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > সচিনের সামনেই সচিনকে টপকে বিশ্বরেকর্ড বিরাটের

সচিনের সামনেই সচিনকে টপকে বিশ্বরেকর্ড বিরাটের

  • বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১৭:৫৮
  • ৪৮৫

ছবি : সংগৃহীত।

বিরাট কোহলি ৫০! এক দিনের ক্রিকেটে শতরানের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর নিজে। যাঁর দখলে এত দিন ছিল এই রেকর্ড।

ইডেন গার্ডেন্সে নিজের ৩৬তম জন্ম দিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিনকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে করলেন ৫০তম শতরান। এক দিনের ক্রিকেট তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। ওয়াংখেড়ের ২২ গজে কোহলির দায়িত্বশীল আগ্রাসী ব্যাটিং দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি একাধিক নতুন রেকর্ডও গড়ল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে সচিনের মাইলফলক ছোঁয়ার পর থেকেই কোহলির ৫০তম শতরানের অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। সকলেই আশা করছিলেন বিশ্বকাপেই নতুন বিশ্বরেকর্ড আসবে কোহলির ব্যাট থেকে। ভারতের প্রাক্তন অধিনায়ক হতাশ করলেন না। তবে তাঁর ৯২ রানের মাথায় একটা আশঙ্কা তৈরি হয়। কোহলির পায়ে টান ধরায় খেলা কিছু ক্ষণ বন্ধ রাখতে হয়। কোহলিকে অবশ্য শুভমনের মতো উঠে যেতে হয়নি। ফিজিয়োর চিকিৎসার পর আবার খেলতে শুরু করেন। ১০৫ বলে শতরান পূর্ণ করার পর উচ্ছ্বাসের এক বিরাট লাফ দিলেন কোহলি। যে লাফ বুঝিয়ে দিল তাঁর তৃপ্তি। ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে শতরান করেন তিনি।

সচিন সামনে তাঁর ঘরের মাঠেই হাতছাড়া হয়ে গেল এক দিনের ক্রিকেটে তাঁর সব থেকে বেশি শতরানের রেকর্ড। বুধবার প্রথমে এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙেন কোহলি। তার পর সচিনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। পরে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। সব মিলিয়ে বুধবার সচিনের তিনটি রেকর্ড ভেঙে দিলেন কোহলি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132258 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 08:43:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group