• হোম > জাতীয় | বিশেষ নিউজ > আজ আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন শেখ হাসিনা

আজ আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন শেখ হাসিনা

  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৯:২৩
  • ৩৯১

ছবি : সংগৃহীত।

জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে শুরু হবে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আওয়ামী লীগের পাঠানো বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।

সশরীরে মনোনয়ন পেতে আগ্রহীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর নির্বাচনী এলাকা, মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া অনলাইনে ফরম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য Smart Nomination App এবং nomination.albd.org ওয়েবসাইট থেকেও ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132288 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:55:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group