• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলা গ্রেফতার ৮

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলা গ্রেফতার ৮

  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৬
  • ৬৯৮

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হত্যা মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। তাদের মধ্যে ৩ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন সামিউল ইসলাম সামু, আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, মারুফ মিয়া, মঞ্জু মিয়া, মোশারফ হোসেন, মিজানুর রহমান ও মোজাম্মেল হক।

গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হত্যাকান্ডের ৭ দিনে র‌্যাব ও পুলিশ বিভিন্ন এলাকায় অভিযার চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটাজী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল ইসলাম তার এক সঙ্গীসহ মোটরসাইকেল করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় দুবৃর্ত্তদের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132292 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 11:31:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group