• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > রাজারহাটে নাফাডাঙ্গা নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

রাজারহাটে নাফাডাঙ্গা নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ১৮:২৭
  • ৩৪৭

---

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে শুক্রবার(১৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাফাডাঙ্গা যুবসংঘ এর আয়োজনে নাফাডাঙ্গা নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সাংবাদিক এসএ বাবলু।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আল্লামা ইকবাল অনিক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মোঃ নুরুজ্জামান সরকার, টুর্নামেন্টের সহ-সভাপতি দলিল লেখক মোঃ মোজাম্মেল হক মোজাম। নাইট টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ রাজারহাট উপজেলা ক্রিকেট একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার বড় খাসী ও এসএস ক্রিকেট একাদশ নাফাডাঙ্গাকে রানার্সআপ পুরস্কার হিসেবে ছোট খাসী প্রদান করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/132328 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 09:22:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group